মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন
অদ্য ১৮ মে রবিবার,দুপুর ১ঃ০০ ঘটিকার সময় পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে, জেলা কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে ঈদ উল আযহা-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি,স্থানীয় সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর ইসরাক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান সহ জেলাধীন বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতা, ইলেকট্রনিক ও প্রিণ্ট মিডিয়ার সদস্যরা। এ সময় উপস্থিত ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে, সামনে ঈদ-উল আযহা কে লক্ষ্য করে গরুর হাট,স্থানীয় বাজার ঘাট,যানজট নিরসন, অবৈধ চাঁদা আদায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ ঈদের ছুটির সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার বিষয় সহ সম-সাময়িক বিষয়ে আলোচনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।