বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মোংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান; কাউখালীতে শিশুদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কর্মসূচি; টিসিবি’র পণ্য বর্তমানে অসহায় মানুষের আস্থা; আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ; বেগম খালেদা জিয়ার নামে দোয়া মাহফিল অনুষ্ঠিত; পিরোজপুরে সিও অফিসের মোড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ: এসিল্যান্ডের নেতৃত্বে অভিযান; ঐক্যের মাধ্যমে ধানের শীষের বিজয়ের আহ্বান শেখ রেজাউল ইসলামের; দীর্ঘ নয় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সওজ পিরোজপুর এর উপ-সহকারী প্রকৌশলী সুমন; পিরোজপুরে হাড়কাঁপানো শীতে অসহায়দের পাশে জেলা প্রশাসন: রাতে ঘরে ঘরে পৌঁছাল কম্বল; রাজৈরে মাদারীপুর জেলা প্রশাসকের নির্বাচনী মতবিনিময় সভা; মোংলায় কোস্টগার্ড পশ্চিম জনের অভিযানে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ; দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশ নিন; অসচ্ছল জেলেদের স্বাবলম্বী করতে বকনা বাছুর বিতরণ; হারানো ২২টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার; আত্রাই থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার; মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন ইমান হোসেন রিপন; মোংলায় অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক; বদলগাছিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ; অত্যাচারীরা হারায়, কিন্তু অত্যাচারের ইতিহাস থেকে যায়; তুষখালীর কাটাখাল শুঁটকি পল্লীতে বিরল প্রজাতির মাছ নিধন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগ;

মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসারের পরিত্যাক্ত সরকারী বাসভবন হতে ৪/৫ লক্ষ টাকার মালামাল চুরি;

মো: আইউব আলী হাওলাদার,বিশেষ প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসারের পরিত্যাক্ত সরকারী বাসভবনটির ডেকারেশনকৃত সিলিং, বৈদ্যুতিক ফ্যান, কমোট, থাই গ্লাস, পাইপ, বিদ্যুতের তার,সিংক এবং অন্যান্য যাবতীয় সকল ফিটিংস উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহায়ক(কাউখালী উপজেলায় বদলীকৃত) মো: রিয়াজ ও আউটসোর্সিংয়ে নিয়োগকৃত গাড়ীর ড্রাইভার মো: আল আমিন রাতের আধাঁরে চুরি করে নিয়ে গিয়েছে মর্মে জেলা প্রশাসক,পিরোজপুর এর নিকট একটি অভিযোগ হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম জুলাই/২০২৫ মাসে ছুটিতে থাকাকালিন সময় অফিস সহায়ক মো: রিয়াজের যোগসাজসে ড্রাইভার মো: আল আমিন ১৫ হতে ২০ জুলাইয়ের মধ্যে বহেরাতলা কানাই মুচিকে এনে রাতে উপজেলা নির্বাহী অফিসারের পরিত্যাক্ত বাসভবনের সিলিং, কমোড, বেচিং,থাইগ্লাস, সিংক, পাইপ,বৈদ্যুতিক তার,সকল ফিটিংস খুলেন এবং আ: সালামের ভ্যান গাড়ীতে বাড়ীতে নিয়ে যায়। কানাইমুচির সাক্ষাৎকার নেয়া হলে তিনি জানান, পরিত্যাক্ত ইউএনও এর বাসভবনের মালামাল ড্রাইভার আল আমিনের কথায় খুলে দিয়েছে।তাকে ৮হাজার টাকা মজুরী দেয়া হয়েছে। ভ্যানগাড়ী চালক আ: সালামের সাক্ষাৎকার নেয়া হলে তিনি জানান, ইউএনও স্যারের বাসা হতে সিলিং, কমোড,বেসিং, ফ্যান ও অন্যান্য মালামাল রাতে দুইগাড়ী ইউএনও এর গাড়ীর ড্রাইভার আল আমিনের বাসায় দিয়ে এসেছে।তার কাছে বলছে, ৪০হাজার টাকায় মালামাল নিলামে ক্রয় করেছে।চুরি যাওয়া মালামালের মূল্য ৪থেকে ৫ লক্ষ টাকা। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার, মঠবাড়ীয়া আব্দুল কাইয়ুম এর নিকট মুঠোফোনে জানতে চাইলে; তিনি জানান খোঁজ নিয়ে দেখবেন। তবে কাউকে মালামাল নেয়ার জন্য অনুমতি দেন নাই। উক্ত আল আমিন মঠবাড়ীয়া উপজেলার বাসিন্দা ও ইউএনও এর গাড়ীর ড্রাইভার সুবাদে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা আয় করছেন। বর্তমানে তিনি ব্যক্তিগত ৩টি গাড়ীর মালিক। অফিস সহায়ক মো: রিয়াজ কম্পিউটার চালানো দক্ষ হওয়ায় অফিস সহকারীর কাজ করতেন।তিনি সকলকে অফিস সহকারী পরিচয় দিতেন।ইউএনও অফিসের অধিকাংশ কাজ তার মাধ্যমে হতো বিধায় কোটি টাকার উর্দ্ধে অবৈধভাবে হাতিয়ে নিয়েছে। তিনি যে মোটর সাইকেল ব্যবহার করেন তার মূল্য ৩ লক্ষ টাকার উর্দ্ধে। বিগত আওয়ামীলীগ ফ্যাসিষ্ট সরকারের সময়কালের নিয়োগকৃত উপজেলার এহেন কর্মচারীদের ঘূষ,দূর্নীতি, চুরির অভ্যাস এখনও বিদ্যমান রয়েছে। এদের বিচার হয় না বরং দাম্ভিকতা দেখিয়ে চলে। আজ মঙ্গলবার সকালে এই প্রতিবেদক উপজেলা প্রকৌশলীর সাক্ষাৎকার নিয়ে তার অফিস থেকে বেড় হলে অভিযুক্ত গাড়ীর ড্রাইভার মো: আল আমিন এ প্রতিবেদক ও অভি্যোগকারী আ: কুদ্দুস খান কে ভয়ভীতি প্রদর্শণ ও মারধরের হুমকি প্রদর্শন করেন। সূত্রমতে আরও জানা যায়, উপজেলা নির্বাহী অফিসারের সরকারী বাসভবনটি অতি পুরাতন ভবন হওয়ায় সাবেক উপজেলা নির্বাহী অফিসার মো: সরফরাজ এর সময়কালে ৪ লক্ষ টাকা, সাবেক ইউএনও আহসান হাবীব এর সময়কালে ১৪লক্ষ টাকা ও ইউএনও উর্মী ভৌমিক এর সময়কাল ৪থেকে ৫লক্ষ টাকায় মেরামত করা হয়েছে। মেরামতের মধ্যে টাইলস স্হাপন, সিলিং,কমোট,বেসিং,পাকঘর মেরামত ও সহ অন্যান্য ফিটিংস সংযোগ দেয়া হয়েছে। কাজের যাবতীয় নথি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে আছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালের সদ্য অবসরপ্রাপ্ত নাজির মো: সাইদুর রহমান এর কাছ থেকে জানা যায়, ২২ থেকে ২৩ লক্ষ টাকার কাজ ৩(তিন)জন সাবেক নির্বাহী অফিসারের সময় উক্ত বাস ভবনে হয়েছে। সকল রুমে উন্নতমানের সিলিং, টাইলস স্হাপন,
কমোড,বর বড় থাই গ্লাসসহ ইত্যাদি কাজ করা হয়েছে। উক্ত ভবনটি তড়িঘড়ি করে ২৮তারিখ বিজ্ঞপ্তি জারী করে মাত্র ৩(তিন) দিনের ব্যবধানে ৩১জুলাই তারিখ নিলাম ডাক অনুষ্ঠিত হচ্ছে। ব্যাপক প্রচার করা হয়নি।উপজেলা প্রকৌশলী জানান,তার নূতন ভবন করা লাগবে। সময় কম বিধায় জরুরী ৩দিনের নোটিশে নিলাম ডাক দিয়েছেন।লক্ষ্যমাত্রা অর্জিত না হলে পুন: নিলাম বিজ্ঞপ্তি প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার