বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
শেখ সাজেদুল হক(বোরাক)
রাজৈর উপজেলা প্রতিনিধি:-
মাদারীপুর জেলার মাদক নিয়ন্ত্রণ( DNC) উপ-পরিদর্শক খন্দকার জাফর আহম্মেদের নেতৃত্বে একদল চৌকস টিম নিয়ে ও আনসার সদস্যদের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানার নিয়মিত মামলায় রাজৈর গোপালগঞ্জ আদর্শ গ্রাম থেকে অলিয়ার( ৬০) ওরফে বাবা অলিকে গ্রৈফতার করতে সক্ষম হয় মাদারীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ।
আলামত 150 গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা সহ উদ্ধার করা হয় তার থেকে পরবর্তীতে তাকে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়।